ভোটার জীবিত এখনো, কিন্তু আজ ভোট দিতে গিয়ে তিনজন জানতে পারলেন মৃত। এই অদ্ভুত ঘটনা ঘটল সুতি বিধানসভার ৭৬ নম্বর বুথে। তারা দুপুরে ভোট দিতে গিয়ে জানতে পারেন যে তাদের ভোটের তালিকাতে নাম নেই কারণ তারা মৃত এবং এই তিনজনের মধ্যে হচ্ছে দুজন নতুন ভোটার অন্যজনের বয়েস অবশ্য ৫১বছর।
শুনে আজগুবি মনে হলেও এটাই বাস্তব। তাদের মধ্যে হচ্ছে রণজিৎ দাস(৫১) তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তাকে মৃত্যু গষণাকরা হয়েছে ভোটার লিস্টে তিনি ভোট দিতে পারেনি , পরে তিনি আপ্লিকেশ লিখে নির্বাচন প্রিসাইডিং অফিসার কে জানিয়েছেন যে তিনি এখন জীবিত আছে এবং তাকে যেন ভোট দিতে দেওয়া হয় অনুরোধ করেন। দ্বিত্বীয় জন হচ্ছে প্রথম ভোটার শেখর দাস (১৮) প্রথম ভোটার তিনি বলেন আমি একজন ভোটার আমার অধিকার আছে ভোট দেবার এবং তিনি অনুরোধ করেন ভোট দিতেদেবের ব্যাবস্তা করে দেবার জন্য। আরেকজন মহিলার ক্ষেত্রেও ঘটে গেল একই ধরনের ঘটনা। তাঁর বাড়িতে ভোটার স্লিপও দিয়ে আসা হয়। কিন্তু তিনিও ভোটার তালিকা অনুসারে মৃত। ফলে যথাযথ নথি থাকা সত্ত্বেও ভোট দেওয়া অনিশ্চিত হয়ে গেল তিন ভোটারের। আর কয়েকঘণ্টা বাকি ভোটের । আর হয়ত এই বিধানসভা ভোটে ভোটাধিকার প্রয়োগই করা হবে না তাঁদের। ঠিক যেন সেলুলয়েডের চিত্রনাট্য।
কিন্তু তারা ভোট দিতে পারবেন কি না জানেন না, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন।