রাত পোহালে রয়েছে আগামীকাল সপ্তম দফায় ভোট এবং কড়া নিরাপত্তা মধ্যে ভোট রয়েছে। এর কোভিড বিধি মেনেই মেনেই ইভিএম বন্টন করা হচ্ছে। করে নিরাপত্তা সপ্তম দফা নির্বাচনে থাকছে রাজ্যে ৭৯ হাজার ৬০০আধসেনা। বুথ পাহাড়ায় ৬৫ হাজার ৩০০ জওয়ান।
কলকাতায় ৪টি কেন্দ্রে ভোট রয়েছে কলকাতা পোর্ট, রাসবিহারী, ভবানীপুর এবং বালিগঞ্জ। অন্য দিকে রয়েছে জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বালুরঘাট, কুশমন্ডির মতো আসন।
কলকাতা- ৪ আসনে ভোট: কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ
দক্ষিণ দিনাজপুর- ৬ আসনে ভোট: কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
মালদা- ৬ আসনে ভোট: হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া
মুর্শিদাবাদ- ৯ আসনে ভোট: ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম
পশ্চিম বর্ধমান-৯ আসনে ভোট: পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি
হেভিওয়েট প্রার্থী গুলোর মধ্যে হচ্ছে তৃণমূলের: শোভনদেব চট্টোপাধ্যায়কে, ফিরহাদ হাকিমের, সুব্রত মুখোপাধ্যায়ের, মলয় ঘটকের, সায়নী ঘোষ ছাড়াও আরো অনেকে।
হেভিওয়েট প্রার্থী গুলোর মধ্যে হচ্ছে বিজেপির: রুদ্রনীল ঘোষ, সুব্রত সাহা, জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি ছাড়াও আরো অনেকে।
হেভিওয়েট প্রার্থী গুলোর মধ্যে হচ্ছে সংযুক্তা মোর্চার: ফুয়াদ হালিম, ঐশী ঘোষ, আভাস রায়চৌধুরী, ইদ্রিশ আলি ছাড়াও আরো অনেকে।