ফের ভোটার আগে অনুব্রত মন্ডল কে নজরবন্দি করলো নির্বাচন কমিশন। আজ বিকেল ৫টা থেকে ৪৮ ঘন্টার জন্য নজরবন্দি। তার জন্য যে অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স ইতি মধ্যে পাঠানো হয়েছে।
এই যে নজরবন্দি এটা প্রথম বারের নই, এর আগেও ২০১৯ লোকসভা ভোটেও অনুব্রত মন্ডল কে নজরবন্দি করা হয়েছিলো। পরশুদিন বীরভূমে ভোট তার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ৩০ তারিক সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবে এমন কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে অনুব্রত বাবু জানান “এটা আমার কাছে নতুন কিছু না , আমি জানতাম এমন কিছু একটা করবে, এটা নির্বাচন কমিশনের রুটিং। তিনি এও জানান আদালতে যাবেন গোটা এই বিষয় টা নিয়ে। অনুব্রত বাবু বলেন বীরভূমের মানুন বিচার করবে ১১ টা বিধানসভার সিটে ভোটদান দিয়ে। তবে অসুবিধে বেশি হবে না খুব বেশি লাভ হবে তার।”
খেলাহবে প্রসঙ্গে বলে “ফাইন খেলা হবে যে থাকবে গোল পাস্ করে দেবে, ভয়ঙ্কর খেলা হবে।” নজরবন্দি হলেও খেলা হবে বলে জানাই অনুব্রত বাবু।
এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন “এটা বেআইনি, আমি বলেছি কেষ্টকে যে এবার হলে কোর্টে গিয়ে প্রটেকশন নেবে। কেষ্টর উপর ওদের অনেক রাগ, প্রত্যেকবার ওকে নজরবন্দি করে রেখে দিচ্ছে “