রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী আজ রেকড সংখ্যা পৌছালো করোনার সেকেন্ড ওয়েভে মৃত্যু। ২৪ ঘন্টায় প্রায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। সাথে আক্তান্তর সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গেছে। ২৪ ঘন্টায় আক্রন্ত প্রায় ১৬ হাজার ৪০৩ জন।
ক্রমশ বড়ো অকার্ধারণ করেছে এই কোরোনা। যার ফলে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সব হাসপাতাল ভর্তি বেড করোনা পেসেন্টে। কোনো রকম ভাবেই বাগে নিয়ে আসা হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ রোগীরা হসপিটালে বেড না মেলায়।
গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ক্রমশ বড় আকার ধারণ করেছে এই করোনা। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০৮ জন এবং মৃত্যু ২৪ জনের। উত্তর ২৪ পরগনা একদিনে আক্রানের সংখ্যা ৩ হাজার ৪৫১ জন এবং একদিনে মৃত্যু ১৩জনের।
তবে ২৪ঘন্টায় গোটা রাজ্যে রিকভারি সংখ্যা ১০ হাজার ৬৬৪ জন। সংখ্যাটা আক্রান্তের থেকে অনেক টাই কম।
অযথাই ভয় পাবার কারণ নেই, একটু সাবধানে চলুন। মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। মাঝে মধ্যেই হাত স্যানিটিজে করুন। ভিড় জায়গা এড়িয়ে চলুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।
S. No | Subject | Number |
1 | Total COVID-19 Cases till 26th April | 7,59,942 |
2 | New COVID-19 Cases on 27th Apri | 16,403 |
3 | Total COVID-19 Cases till 27th April (1+2) | 7,76,345 |
4 | Total Discharged | 6,64,648 (+10,664) |
5 | Total Deaths ason 27th April* | 11,082 (+73) |
6 | Active COVID-19 Cases as on 27thApril | 1,00,615 (+5,666) |
7 | Discharge Rate (4/3) | 85.61% |