আজ করোনা নিয়ে রাজ্যের ১০টি মুখ্যমন্ত্রী দের সাথে মিটিং চলছিল। সেই মিটিং দিল্লির মুখ্যমন্ত্রী সরাসরি সম্প্রচার করছিলো। কেজরিওয়ালের এই পদক্ষেপ নিন্দা করেন প্রধান মন্ত্রী। প্রধান মন্ত্রী বলেন “আমাদের যে পরম্পরা ও প্রটোকল আছে সেটার খিলাপ হচ্ছে , কনো মুখ্যমন্ত্রী এরকম গুরুত্বপূর্ণ ইন-হাউস মিটিং কে সরাসরি সম্প্রচার সরাসরি সম্প্রচারের অনুমোদন দেয় না, এটা উচিত নয়। আমাদের সবসময় সংযম পালন করা উচিত।”
ঠিক এর পরে দিল্লির মুখ্যমন্ত্রী তার বক্তব্য শেষ। এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য জবাবে তিনি ক্ষমাপ্রার্থনা করে বলেন মুখ্যমন্ত্রী “ঠিক আছে স্যার, এর পর থেকে আমরা এটার লক্ষ্য রাখবো সাথে এ ও বলেন যদি আমার কোনও ভুল হয়ে থাকে, যদি আমি কোনও কঠোর শব্দ বলে থাকি, তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রধানমন্ত্রী কাছে হাত জোর করে অনুরোধ করে বলেন মানুষ ছটফট করছে, অক্সিজেনের ঘাটতি মেটান। দিল্লি তে অক্সিজেন অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।