মোট ৪ জেলা তে ভোটগ্রহণ চলছে ষষ্ট দফার নির্বাচন। কয়েকটি বিক্ষপ্ত ঘটনা ঘটেছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হবে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ।
এই ৪ জেলা টে সকাল ১১টা পর্যন্ত মোট ৩৭.২৭ ভোটদান হয়েছে।
জেলা | পার্সেন্টেজে |
উত্তর দিনাজপুর | ৪০.৯৭% |
নাদিয়া | ৩৮.১১% |
উত্তর ২৪ পরগনা | ৩২.৮৮% |
পূর্ব বর্ধমান | ৪১.০৪% |