রেকর্ড হরে সংক্রমণ একদিনে ১৪ হাজার ২৮১ জন, গত দিনের থেকে প্রায় ২হাজার বেশি । গত (২৩/০৪/২০২১) সংক্রমণের সংখ্যা ছিল 12 হাজার ৮৭৬জন। দিন দিন সংক্রমণের সংখ্যা বেড়েই যাচ্ছে। চিন্তার ভাঁজ পড়েছে চিকিসা মহলে। বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ।
আজকে মৃত হয়েছে ৫৯জন। এবং করোনা মুক্ত হয়েছে ৭হাজার ৫৮৪জন। ফলে বেডের সংখ্যা একদম কমে আসছে। গভমেন্ট ওয়েবসাইট বেড সংখ্যা খালি থাকলেও ভর্তি নিচে না কনো হাসপাতাল।
সব থেকে বেশি চিন্তা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। গত ২৪ঘন্টায় কলকাতায় নতুন করে ২হাজার ৯৭০ জন সংক্রমণ হয়েছে, একদিনে মৃত হয়েছে ২০জন। এবং উত্তর ২৪ পরগনা গত ২৪ ঘন্টায় ২হাজার ৮২১জন, একদিনে মৃত হয়েছে ১২জন। ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
অযথাই ভয় পাবেন না, প্রজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন, ভীড় জায়গা এড়িয়ে চলুন। এবং অবশ্যই ২মিটাই দুরুত্ব অবলম্বন করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।