আজ মঙগলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটি। আসতে হবে না আর ছাত্র এবং শিক্ষক দের। যে দ্রুত গতি তে ছড়িয়ে পড়ছে Covide-19 সারা রাজ্যে সমেত গোটা দেশে। চিন্তার ভাঁজ পরেছে সরকারের। এমন এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চ্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী এ ও বলেন যে ‘‘বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হয়েছে। শিক্ষা দফতরের সঙ্গে মুখ্য সচিবের কথা চলছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।’’। সাথে এ ও আবেদন করেছেন প্রভাইড স্কুল গুলো টে আপাতত ছুটি রাখারার। যতদিন পর্যন্ত পরিস্থতি ঠিক না হচ্ছে ততদিন রাজ্যের সরকারি এবং বেসকারি স্কুল বন্ধ রাখার।
ইতি মধ্যে অনেক দেশে Covide-19 সংক্রমণের বৃদ্ধির জন্য গত বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। সাথে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ক্ষেত্রে এমন সিধান্ত নিয়েছে। ক্রমশ বাড়ছে শিক্ষাক্ষেত্রে Covide-19 এর থাবা। এর পর থেকেই রাজ্যে ঘোষণা করেন আপাতত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার।