রাহুল গান্ধী আক্রান্ত এবার করোনা ভাইরাসে। করোনা টেস্ট করানোর পরে পজিটিভ রিপোর্ট আসে। এবং খবরটি টুইট করে জন্য। তিনি এও জানান যে তার সংপর্শে আসা ব্যাক্তিদের টেস্ট এর জন্য অনুরোধ করেন। দুদিন আগেই ভারতের এক্স প্রধান মন্ত্রী তথা কংগ্রেস সিনিয়র নেতা মনমোহন সিং। আপাতত এক্স প্রধনমন্ত্রী মনমোহন সিং এর শরীর স্থিতিশীল রয়েছেন।
ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা সাথে কমেছে অক্সচ্ছেন এর অভাব। যে ভাবে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে খুব তাড়াতাড়ি ব্যাবস্থা সরকার না নিলে করণার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অক্রন্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে ডক্টর, নার্স, এবং অন্যান্য রা। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বারাই হসপিটাল এর বেড সংখ্যা কমে আসছে। সরকার থেকে বার বার জানানো হচ্ছে অযথাই বাইরে বেরোবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যাবহার করুন। কোনো রকম জ্বর, মাথা ব্যাথা, শরীর এ ব্যাথা, খাবার এ টেস্ট না পায়া, কাশি ইত্যাদি হলে অবশ্যই করোনা টেস্ট করুন। অযথাই আতঙ্কিত হবেন না। সাবধানতা অবলম্বন করুন সকলে।