সোমবার থেকে কমছে মেট্রো সংখ্যা। ২৫৬টি পরিবর্তে ২৩৮টি মেট্রো চলবে এমনি সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেলের। প্রথম ট্রেন ছাড়বে ৬.৫০এর পরিবর্তে ৭.২০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে ৩০ মিনিট আগে দুই প্রান্তে থেকেই। করোনা আবহে এই সিদ্ধান্ত, অনেক মেট্রো কর্মী আক্রান্ত হচ্ছে তাই মেট্রোর সংখ্যা কমাতে চাইছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
শনিবার ১১৮টি , রবিবার ১০০টি মেট্রো চলবে। করোনা সংক্রমণের জেরে একম সিদ্ধান্ত মেট্রো কর্তৃপকের, কারণ রেল কর্মীদের মতো এবার বহু মেট্রো কর্মীরা করোনা তে আক্রান্ত হচ্ছে তাই এমন কাটছাট। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ২৫৮টি মেট্রো চলে সেই জায়গা থেকে ২৩৮ করা হচ্ছে মেট্রোয় সংখ্যা। ২০টি মেট্রো কম চালানো হচ্ছে।
মাস্ক এর ব্যবহার একদম অবশ্যই করে দেওয়া হয়েছে, মাস্ক না পরে মেট্রোতে উঠলে জরিমানা করা হবে কলকাতার মেট্রো তরফ থেকে জানানো হয়েছে।
“তবে ১টা জিনিস আশঙ্কা করা যাচ্ছে মেট্রো সংখ্যা কমলে ভিড় বাড়বে বেশি , তাতে করোনা ছড়োনোর শঙ্কা বেশি। তবে আতঙ্কিত হবেন না সতর্ক এবং সাবধনটা অবলম্বন করুন “