এক সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি দাবি করেন। হোয়াটস্যাপ কিছু চ্যাট এর কথাবাত্রা প্রকাশে নিয়ে আসে। এই নিয়ে তিনি সুপ্রিম কোটে যাবেন। সেখানে নির্বাচন কমিশনের কিছু অবজার্ভার, কিছু পুলিশ অফিসার তাদের মধ্যে হোয়াটসআপ চ্যাট হয়েছে। সেই চ্যাটের কপি প্রিন্ট করে দেকিয়েছে ।
“আমার কাছে যা কাগজ, প্রমাণ আছে, এবার আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাব। দেশে নির্বাচনকে কীভাবে নিরপেক্ষ করা যায়- আমরা সাংবিধানিক বেঞ্চের কাছে যাব। বিজেপি যা বলছে ৩টে লোক মিলে তাই করছে। কেন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হবে? বিজেপিকে সাহায্য করার জন্য?”
সেখানে যে গুলো বলা হোয়েছে “TMC গুন্ডা” দের তুলেনিয়ে যেতে হবে, নির্বাচনে যাতে কাজ করতে না পারে এমন ইন্সট্রাকশন দিয়েছে নির্বাচন কমিশনারের কিছু অফিসার মমতা ব্যানার্জি দাবি করেন। ওরা কি কথা বলে সে খবরও আমাদের কাছে আসে, “তিনি বলেন কথা থেকে পেয়েছি সেগুলো বলবো না।” এবং এই চ্যাটের কপি কোথা থেকে পেয়েছে সেই উদ্দেশে বলেন “কোনো গভর্মেন্ট সোর্স থেকে না এক সংবাদ মাধ্যমে পেয়েছি”।
এই নিয়ে বেড়েছে রাজনৈতিক মহলে উত্তাপ। এই নিয়ে নির্বাচন কমিশনের কনো পত্রিক্রিয়া আসেনি।
"আমার কাছে যা কাগজ, প্রমাণ আছে, এবার আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাব। দেশে নির্বাচনকে কীভাবে নিরপেক্ষ করা যায়- আমরা সাংবিধানিক বেঞ্চের কাছে যাব। বিজেপি যা বলছে ৩টে লোক মিলে তাই করছে। কেন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হবে? বিজেপিকে সাহায্য করার জন্য?"
— All India Trinamool Congress (@AITCofficial) April 24, 2021
– @MamataOfficial pic.twitter.com/ilH2BK3Cuf