করোনা প্রাণ কেরেছে অনেক মানুষের। তার সাথে দ্রুতগতি তে ছড়িয়ে পড়েছে করোনা মানুষের জীবনে। গত ৩০দিনের মধ্যে ৩ লক্ষ্য ৩২ হাজার ছড়িয়ে গেছে। পড়ছে হসপিটাল এর বেড এর অভাব সাথে অক্সিজেন ও।
ঠিক এতো টাই অক্সিজেন অভাব পড়েছে, অক্সিজেন সরবরাহ জন্য রেল এবং বিমান সাহায্য নিল। যাতে দ্রুত গতির সঙ্গে হসপিটাল গুলো তে অক্সিজেন সরবরাহ করা যায়।
উত্তরপ্রদেশের অক্সিজেন সরবরাহের জন্য লখনউ এর বোকারো স্টিল প্লান্টে থেকে অক্সিজেন এক্সপ্রেস বারাণসিকে যাচ্ছে। ট্রেনটি দ্রুত চালিত করার জন্য, গ্রিন করিডোরটি নির্মিত করা হয়েছে, যাতে কোনও রেড সিগন্যাল ছাড়াই এই ট্রেনটি যত তাড়াতাড়ি সম্ভব তার গন্তব্যে পৌঁছাতে পারে।
অন্য দিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্স C-17 এবং ইল-76 বিমানটি Covide-19 এর বিরুদ্ধে লড়াইয়ের সমর্থনে রিচার্জ করার জন্য এয়ার ফোর্স স্টেশন হিন্দান থেকে পানাগড়ে ক্রায়োজেনিক অক্সিজেন ট্রাঙ্ক বিমান চালিয়ে ছিল। সাথে এও জানায় সারা দেশে একই রকম বিমান চালনার কাজ চলছে অক্সিজেন সরাবাহের জন্য।