গোটা দেশ জুড়ে অক্সিজেন-সিলিন্ডার সংকট এর মধ্যে বড় সিদ্ধান্ত কান্দ্রের। উৎপাদন শুল্কের ছাড় দিচ্ছে কেন্দ্র। আজ থেকে অক্সিজেন সিলিন্ডারে শুল্ক ছাড়।
অক্সিজেনের জন্য হাহা কার দিল্লি সহ অনেক রাজ্যে। সেই অক্সিজেনের সঙ্কট মেটাতে বড়োসড়ো সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। এর ফলে আশাকরা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডারের আরো সস্তা হবে। এছাড়া অক্সিজেন সরঞ্জাম উপরে শুল্ক ছাড়। অক্সিজেন সিলিন্ডারে GST ১২% ছিল, সেটি ও ছাড় দেওয়া হলো। করোনা পরিস্থিতিতে এই রকম সংকট মেটাতে কেন্দ্রের বড়ো সিদ্ধান্ত।
কয়েক মাসের জন্য অবশ্য এই সিদ্ধান্ত, কিন্তু আপাতত অক্সিজেন সংকট মেটাতে উৎপাদন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে চিকিসক মহল স্বাগত জানিয়েছেন।