এই মুহূর্তে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের, অক্সিজেনের ঘরটি মেটানোর জন্য পি এম কেয়ার্স তহবিল থেকে ২০১.৫৮কোটি টাকা বরাদ্দ করা হলো। এই প্ল্যান্ট গুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা সদরের চিহ্নিত সরকারী হাসপাতালে স্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মাধ্যমে তা সংগৃহীত হবে।
Oxygen plants in every district to ensure adequate oxygen availability…
— Narendra Modi (@narendramodi) April 25, 2021
An important decision that will boost oxygen availability to hospitals and help people across the nation. https://t.co/GnbtjyZzWT
হাসপাতালে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধির বিষয়টি সুনিশ্চিত করতে ৫৫১টি প্রেসার সুইং অ্যাডরপশন (পিএসএ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের জন্য পি এম কেয়ার্স ফান্ডের থেকে অর্থ বরাদ্দের বিষয়টি নীতিগত ভাবে অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যান্টগুলিকে যত দ্রুত সম্ভব কার্যকরী করতে হবে বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন জেলায় এই প্ল্যান্ট গুলি অক্সিজেন লভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা সদরের সরকারী হাসপাতালে পিএসএ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের মূল উদ্দেশ্য হল জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও জোরদার করা এবং এই হাসপাতাল গুলিতে অক্সিজেন উৎপাদন ব্যবস্থা বজায় রাখা। এই জাতীয় ক্যাপটিভ অক্সিজেন জেনারেশন ব্যবস্থা এই হাসপাতালগুলি তো বটেই সাথে জেলার প্রতিদিনকার মেডিকেল অক্সিজেনের চাহিদাও পূরণ করবে। এছাড়াও তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) ক্যাপ্টিভ অক্সিজেন উৎপাদনের উপর “টপ আপ” হিসাবে কাজ করবে। এই ধরনের সুদূর প্রসারী ব্যবস্থা জেলাগুলির সরকারী হাসপাতালগুলিতে আকস্মিকভাবে অক্সিজেন সরবরাহ যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করবে এবং কোভিড-১৯ রোগী ছাড়াও অন্যান্য রোগীদের পর্যাপ্ত নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করবে। আগামী দিনে এত সংখ্যক অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে ভারতে অক্সিজেনের কোনও অভাব হবে না। যার ফলে কমবে মৃতের সংখ্যাও। গত কয়েকদিনে যে সকল করোনা রোগী মারা গিয়েছেন, তাদের মধ্যে অনেকেরই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে।